চেয়ারম্যান মহোদয় শুভেচ্ছা বাণী

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত জেলার স্থায়ী বাসিন্দা গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের শিক্ষা কার্যক্রম উৎসাহ যোগানোর জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
পরিষদ প্রতি বছর শিক্ষাবৃত্তির পাশাপাশি শিক্ষা উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে থাকে।শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাস নির্মাণ, মাতৃভাষায় শিক্ষা প্রদানে শিক্ষক প্রশিক্ষণ, সহায়ক পাঠ্যপুস্তক হিসাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অভিধান তৈরি, বেসরকারি বিদ্যালয়সমূহে বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং আসবাবপত্র সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিষদের মাধ্যমে করা হয়ে থাকে।
আশা করি রাঙ্গামাটি জেলার গরীব এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষাবৃত্তি কার্যক্রম একটি ইতিবাচক ভূমিকা রাখবে।
আমি বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র/ছাত্রীদেরকে পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
কৃষিবিদ কাজল তালুকদার
চেয়ারম্যান
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ